Arrest-Doinikbarta

দৈনিকবার্তা-বগুড়া, ২৪ আগস্ট ২০১৫: বগুড়ায় গার্ক নামের একটি এনজিওর এক নারী কর্মির মৃত্যুর ঘটনায় ওই এনজিওর দুই উপ-পরিচালকসহ চার জনকে পুলিশ গ্রেফতার করেছে।জানা গেছে বগুড়া ওই এনজিওর আরডিএ শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থপক জাকির হোসেন (৩০) এর সাথে তার অধীনস্থ নারী মাঠকর্মী উম্মে হানি (২৩) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে উম্মে হানি বিয়ে করার জন্য জাকির হোসেনকে চাপ সৃষ্টি করে। কিন্তু তাকে বিয়ে করতে তালবাহানা করে জাকির। এরই এক পর্যায়ের গত শনিবার সকাল ১০ টার দিকে উম্মে হানি তার কর্মস্থলে ঢুকে গ্যাস টেবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়লে শাখা ব্যবস্থাপক জাকিরসহ অন্যান্য কর্মচারীরা তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টায় উম্মে হানি মারা যায়। এ ঘটনায় উম্মে হানির পিতা বাদি হয়ে বগুড়ার শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ গত রোববার বগুড়ার বনানীস্থ গার্ক এনজিওর প্রধান কার্যালয় থেকে ৪ কর্মকর্তাকে গ্রেফতার করে। সেই সঙ্গে নিহত উম্মে হানির লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ।

এদিকে সোমবার বিকাল ৪টা পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট পাওয়া যায়নি বলে শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান। তিনি আরো জানান নিহত উম্মে হানির পিতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওই এনজিওর ৪ কর্মকর্তাকে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার কৃত কর্মকর্তার হলেন ওই অফিসের উপ-পরিচালক আশরাফুজ্জামান (কনক) ও আনিসুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক রাশেদ বিল্লা ও এরিয়া ম্যানেজার আবদুর রউফ। মামলায় নিহত উম্মে হানির পিতা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন যে, তার মেয়েকে পরিকল্পিত ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ইতিপূর্বে শাখা ব্যবস্থাপক জাকির কর্তৃক তার মেয়েকে নির্যাতনের বিষয়ে গ্রেফতার কৃত ৪ কর্মকর্তার নিকট বিচার চাওয়া হয়েছিল। কিন্তু তারা কোন ব্যবস্থা গ্রহণ না করায় তাদেরকে এই হত্যা মামলায় আসামী করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য যে, ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক জাকির হোসেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার সালবন পাড়ার মোঃ আব্দুল হাকিম এর পুত্র। নারী কর্মী উম্মে হানি বগুড়া জেলার শাজাহানপুর থানার লক্ষীকোলা গ্রামের আব্দুল হান্নান কাজীর মেয়ে। উম্মে হানির মৃত্যুর পর থেকে প্রধান আসামী শাখা ব্যবস্থাপক জাকির হোসেন পলাতক রয়েছে।