মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১৭ শতাংশ

দৈনিকবার্তা-ঢাকা, ২ সেপ্টেম্বর: আগস্ট-২০১৫ তে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১৭ শতাংশ বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, খাদ্য খাতে আগস্টে মূল্যস্ফীতি ৬.০৬ শতাংশ এবং একই মাসে খাদ্য বহির্ভূত খাতে এ হার ৬.৩৫ শতাংশে দাঁড়ায়।পরিকল্পনামন্ত্রী বুধবার সকালে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান। আ হ ম মুস্তফা কামাল বলেন, গত বছর মূল্যস্ফীতির হার ছিলো ৬.৯১ শতাংশ। অপরদিকে, গত জুলাইয়ে (২০১৫) এ মূল্যস্ফীতি ছিলো ৬.৩৬ শতাংশ। অর্থাৎ, গত মাসের তুলনায় এ মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

মূল্যস্ফীতি কমার কারণ সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্য তেল ও চিনির দাম কম থাকা এবং অভ্যন্তরীণ বাজারে চালের দাম কম থাকায় মূল্যস্ফীতি কমেছে। সরকারের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নিয়ে তিনি জানান, ‘আমরা সবসময় চেষ্টা করবো মূল্যস্ফীতি হার ৬.৫ শতাংশে রাখতে। একইসাথে এটাও খেয়াল রাখতে হবে এ হার যেন ৬ শতাংশের কম না হয়।কাঁচামরিচসহ শাক-সব্জির দাম গত কয়েক মাস ধরে বেশি থাকার পরেও কেন আগস্টের মূল্যস্ফীতি কম সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, মোট ভোগ্যপণ্যের মধ্যে চাল, ভোজ্য তেল ও চিনি প্রধান। এর মধ্যে চাল হলো মোট ভোগ্য পণ্যের আশি ভাগ। অপরদিকে, কাচাঁমরিচসহ সব্জির মোট ভোগ্যপণ্যে অবদান খুবই নগন্য। এজন্যই কাঁচামরিচসহ সব্জির দাম বাড়লেও তা মূল্যস্ফীতিতে তেমন কোন ভূমিকা রাখে না। এদিকে, জুলাই মাসের মতো আগস্টের এডিপি বাস্তবায়ন হার আশানুরুপ না হওয়ার ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি বলেন,আমাদের অধিকাংশ প্রকল্প ভূমির সাথে সম্পর্কিত। বর্তমানে দেশের অধিকাংশ জমি বর্ষার পানিতে তলিয়ে থাকায় প্রকল্প কাঙ্খিত মাত্রায় বাস্তবায়িত হয়নি।