image_216727.2015-04-30_3_149649

দৈনিকবার্তা-ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০১৫: সৌদি নেতৃত্বাধীন জোট মঙ্গলবার ইয়েমেনের রাজধানীতে বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। সানার সর্বত্র শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এএফপি’র এক সংবাদদাতা একথা জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান হামলার লক্ষ্যস্থলের মধ্যে পুলিশ একাডেমি ও নিরাপত্তা বাহিনীর সদরদপ্তর রয়েছে। এ দু’টিই রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত।উল্লেখ্য,গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ইয়েমেনের রাজধানী শিয়া হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সানায় হুতি নেতাদের বাস ভবনে রাতভর হামলা চালানো হয়।

শুক্রবার হুতি বিদ্রোহীদের ক্ষেপনাস্ত্র হামলায় জোটের ৬০ সৈন্য নিহত হওয়ার পর সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় জোটের সদস্যরা ইয়েমেনে আরো সামরিক শক্তি বাড়াতে হাজার হাজার সৈন্য পাঠানোর পর এ বিমান হামলা চালানো হলো।খবরে বলা হয়, অতিরিক্ত এসব সৈন্য ইয়েমেনের তেল সমৃদ্ধ মারিব প্রদেশের রনাঙ্গনে মোতায়েন করা হয়। কাতার ও সৌদি আরব থেকে এসব সৈন্যের বেশির ভাগ পাঠানো হয়েছে।