1427953635

দৈনিকবার্তা-সাতক্ষীরা, ০৯ সেপ্টেম্বর ২০১৫: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার হয়েছে৷ তবে ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি৷ বুধবার ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দরের প্রাইমারী স্কুলের সামনে থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়৷সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুত্‍ফর রহমান জানান, বিপুল পরিমান ফেন্সিডিল সীমান্ত পার করে সাতক্ষীরায় নিয়ে আসা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার ভোমরা স্থল বন্দরের প্রাইমারী স্কুলের সামনে অবস্থান নেয়৷ ভোররাত তিনটার সময় কয়েকজন পাঁকা রাস্তায় উঠলে তাদের থামতে বললে কাগজের কার্টুন ভর্তি ফেন্সিডিল ফেলে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়৷ পরে পুলিশ কার্টুর গুলি তল্লাশী করে এক হাজার (১০০০) বোতল ফেন্সিডিল উদ্ধার করে৷ উপ-পরিদর্শক লুত্‍ফর রহমান আরো জানান, উদ্ধারকৃত ফেন্সিডিল রাতেই জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে৷ এব্যাপারে সকালে সদর থানায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে৷

অপরদিকে, সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে৷ মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার রেউই বাজার থেকে এ গাজা ও ব্যবসায়ীকে আটক করা হয়৷ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোজাম সরদার৷ সে সাতক্ষীরা সদর উপজেলার দৰিণ কামার বায়সা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে৷ সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার আনোয়ার সাইদ জানায়, একদল মাদক ব্যবসায়ী ভারতীয় সীমানত্মের দিক হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে সাতক্ষীরা শহরের দিকে আসছে এরূপ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বাশদহ ইউনিয়নের রেউরি বাজারে অবস্থান নেয়৷ মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতীয় সীমানত্মের দিক হতে ০৫/০৬ ব্যক্তি রেউরী বাজার দিয়ে শহরের দিকে আসতে দেখে পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে৷ সে সময় পুলিশ মোজাম সরদারকে হাতে একটি ব্যাগসহ গ্রেফতার করলেও অন্য আসামীরা পালিয়ে যায়৷ পরে পুলিশ তার ব্যাগ তলস্নাশি করে কস টেপ দিয়ে বিশেষ ভাবে প্যাচানো গাঁজা ভর্তি ০৪ টি পলিথিনের ব্যাগে মোড়ানো গাঁজা উদ্ধার কর্৷ে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ০৪ কেজি৷ এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে৷