image_136003_0

দৈনিকবার্তা-ময়মনসিংহ, ০৯ সেপ্টেম্বর ২০১৫: ময়মনসিংহের তারাকান্দায় মঞ্জুরুল ইসলাম খান হত্যা মামলার একমাত্র আসামি সোহেল খানকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত৷ বুধবার দুপুরে জেলার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির এ দণ্ডাদেশ দেন৷ ময়মনসিংহ আদালতের পরিদর্শক নওজেশ আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন৷আদালত সূত্র জানায়, জমি সংক্রানত্ম বিরোধের জের ধরে ২০০৮ সালের ৫ অক্টোবর তারাকান্দার পানিহাটা খা পাড়া গ্রামের বাসিন্দা মঞ্জুরুল ইসলাম খান কুপিয়ে জখম করেন একই গ্রামের সোহেল খান৷

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মঞ্জুরুলের মৃত্যু হয়৷ এ ঘটনায় নিহতের ছোট ভাই সাদিকুর রহমান বাদী হয়ে থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন৷ পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল খানকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন৷ দীর্ঘ শুনানি শেষে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত৷ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক ও শামসুল আলম৷ আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ নুরম্নল আলম৷