DSC_0079

দৈনিকবার্তা-ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০১৫: গত ১৩/০৯/২০১৫ তারিখ রবিবার বিকেল ০৪.৫৫ টায় রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ড্রাইভিং লাইসেন্স জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ৷ গ্রেফতারকৃতদের নাম মোঃ সিরাজুল ইসলাম জিন্নাত, মোঃ সাইদুর রহমান শিমুল (চাকুরীচুত্য সেনা সদস্য), মোঃ আঃ রাজ্জাক ও মোঃ বজলুর রহমান(চাকুরীচু্যত সাবেক পুলিশ সদস্য)৷ এ সময় তাদের হেফাজত হতে ১টি এলজি মনিটর, ১টি সিপিউ, ১টি কার্ড প্রিন্টার, ৭টি আংশিক সম্পূর্ন ড্রাইভিং লাইসেন্স কার্ড, ৬টি নকল তৈরী ড্রাইভিং লাইসেন্স কার্ড, ২১টি অসম্পূর্ন পিবিসি সাদা কার্ড, ২টি হলোগ্রাম রিবন গোল্ডেন,৭টি সিল্ভার কালার ও ২টি কালো কালার উদ্ধার করা হয়৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা নকল ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতের সাথে জড়িত৷ তারা ভূয়া বিআরটিএ অফিসার সেজে নকল ড্রাইভিং লাইসেন্স তৈরী করে বিভিন্ন লোকের নিকট একেকটি ভূয়া ড্রাইভিং লাইসেন্স ৭৫০ টাকা, নকল ফিটনেস সার্টিফিকেট ৫০০ টাকা , নকল ইন্সুরেন্স সার্টিফিকেট ৩৫০ টাকার বিনিময়ে সরবরাহ করে থাকে৷ডিসি ডিবি (পশ্চিম) মোঃ সাজ্জাদুর রহমান এর নির্দেশনায়, এডিসি ডিবি মোহাম্মদ সাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে, সিনিয়র এসি যায়েদ শাহ্রীয়ার এর নেতৃত্বে উক্ত অভিযানটি পরিচালিত হয়৷