Mozibul haque

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০১৫: রেলপথমন্ত্রী মো.মুজিবুল হক বলেছেন, টিকেট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ তিনি বলেন, কালোবাজারি রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে৷ যদি রেলের কোন কর্মকর্তা-কর্মচারি কালোবাজারির সাথে সম্পৃক্ত হয়, তাদের বিরম্নদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে৷মন্ত্রী মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদুল আযহার অগ্রীম টিকেট বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন৷তিনি বলেন, এবারের ঈদে ট্রেনের শিডিউল বিপর্যয় হবে না৷ শিডিউল বিপর্যয় রোধে রেলওয়ের সকল কর্মকতর্া কর্মচারী সজাগ রয়েছেন৷ মুজিবুল হক বলেন, ঈদের আগে ৩ দিন এবং ঈদের পরে ৭ দিন স্পেশাল ট্রেন সার্ভিস পরিচালিত হবে৷তিনি বলেন, রেলওয়ে সব সময় যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সীমিত ক্ষমতা দিয়ে সর্বোচ্চ সেবা দিয়ে থাকে৷ যাত্রী পরিবহনে কোন সংকট থাকবে না৷ বর্তমানে ৮৮৬টি যাত্রীবাহী কোচ সাথে আরো ১৩৮টি কোচ যোগ হয়েছে৷ ১৯৯ ইঞ্জিনের সঙ্গে আরো ২২৪টি ইঞ্জিন যুক্ত করা হচ্ছে৷ আগামী বছর ঈদুল ফিতরের আগেই আরো ২৭০ টি কোচ ট্রেনের বহরের যুক্ত হবে ঈদে উপলক্ষে দৈনিক আড়াই লাখ যাত্রী পরিবহন করা হবে৷ অতিরিক্ত ট্রেনের মাধ্যমে যাত্রী পরিবহণ করা হবে৷ রেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে৷

মন্ত্রী বলেন, ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরম্ন হয়েছে৷ আজ বিক্রি হচ্ছে ২০ সেপ্টেম্বরের টিকেট৷ অগ্রিম টিকেট বিক্রি হবে ১৯ সেপ্টেম্বর পর্যনত্ম৷ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যনত্ম ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি হবে৷ একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন৷তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে ১৬ সেপ্টেম্বর ২১ সেপ্টেম্বরের, ১৭ সেপ্টেম্বর ২২ সেপ্টেম্বরের, ১৮ সেপ্টেম্বর ২৩ সেপ্টেম্বরের ও ১৯ সেপ্টেম্বর ২৪ সেপ্টেম্বরের টিকেট দেয়া হবে৷ ঢাকায় কমলাপুর ও চট্টগ্রাম স্টেশন থেকে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি হবে৷ ঈদের পর ফিরতি টিকেট ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২৭, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের টিকেট পাওয়া যাবে৷ রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে ঈদ পরবর্তী টিকেট বিক্রি করা হবে৷ পরিদর্শনে গিয়ে মন্ত্রী যাত্রীদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন৷ এ সময় তিনি যাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত র্যাব, পুলিশ, বিজিবি ও বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বহিনীর কর্মকতর্াদের সাথেও কথা বলেন৷ পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ মো. সালাহ উদ্দীন, রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও এডিজি (আরএস) মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন৷