Gournadi Photo ...19-09-2015

দৈনিকবার্তা- গৌরনদী , ১৯ সেপ্টেম্বর ২০১৫: অগ্রণী ব্যাংকের পরিচালক ও কেন্দ্রীয় আ’লীগের নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, বাংলার সমাজ ও সংস্কৃতি দীর্ঘকাল ধরে সম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য লালন করে আসছে৷ সস্প্রীতির ঐতিহ্য সবচেয়ে বেশী লালন করে এসেছে পূর্ববঙ্গ অর্থাত্‍ বাংলাদেশের মানুষ৷ ক্ষমতা প্রত্যাশী লোভী মানুষের একটি অংশ রাজনৈতিক অসত্‍ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এখন এ দেশে মৌলবাদী কোন কোন দলও তাদের রাজনৈতিক দোসররা মাঝে মধ্যেই সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করে৷ ইতিহাস ঐতিহ্যের বাস্তবতাই বলে দিচ্ছে এ দেশে ধমর্ীয় সাম্প্রদায়িকতার অপছায়া খুব স্বচ্ছন্দে ডানা মেলতে পারবে না৷ এ দেশের সাধারন মানুষের মানষিক গড়ন সাম্প্রদায়িকতার ভেদ বুদ্ধিকে সমর্থন করে না৷ সাম্প্রদায়িকতার সম্প্রীতির দেশে ঈদ ও পূজার সহাবস্থান৷ সম্প্রীতির ঐতিহ্য লালন করে বাংলাদেশের মানুষ৷

ঈদুল আযহা ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার বাথর্ী তাঁরা মায়ের মন্দির প্রাঙ্গণে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন৷ মন্দির পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত এএসপি শান্তনু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাথর্ী ইউপির চেয়ারম্যান মো. শাহ্জাহান প্যাদা, বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান দুলাল দাশগুপ্ত, কালকিনি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ বিশ্বাস৷ বক্তব্য রাখেন মন্দির কমিটির সাবেক সভাপতি অমর কৃষ্ণ রায়, সাধারন সম্পাদক প্রণব রঞ্জন বাবু দত্ত, আ’লীগ নেতা মাজেদ সরদার, সহকারী শিক্ষক গৌরঙ্গ লাল বিশ্বাস, ইউপি সদস্য মোহন লাল চক্রবতর্ী, মন্দির কমিটির কোষাধ্যক্ষ শিক্ষক মনিমোহন পাত্র, ধর্ম বিষয়ক সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, গনসংযোগ সম্পাদক সঞ্জয় কুমার পাল,সাংস্কৃতিক সম্পাদক সজল ঘোষ,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম এনামুল হক, পঞ্চানন দত্ত প্রমূখ৷ শেষে প্রধান অতিথি গরীব, দুস্থ ও অসহায় ৫ শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন৷