Agailjhara-Map-1

দৈনিকবার্তা- আগৈলঝাড়া, ১৯ সেপ্টেম্বর ২০১৫: বরিশালের আগৈলঝাড়ায় রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে উশৃংখল শিক্ষার্থীদের হামলায় অপর দুই শিক্ষার্থীসহ ৩জন আহত হয়েছে৷ গুরুতর আহতাবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতদের পরিবার থেকে এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে৷

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীসূত্রে জানা গেছে, ওই স্কুুলের শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে গতকাল দুপুর দেড়টার দিকে জেএসসির বিশেষ মূল্যায়ন পরীক্ষার সময় ১০ম শ্রেণীর শিক্ষার্থী সোহেল হাওলাদার, জয় শীল, কাওসার চৌকিদার, মোস্তাক সরদার, সাগর সরদার, সাইফুলসহ ১০-১২জন ৯ম শ্রেণীর শিক্ষার্থী হারিছ ওরফে রমজান হাওলাদার ও সবুজ মধুকে মারধর করে৷ ঘটনা শুনে হারিছের বড়ভাই ফয়সাল উল্লেখিতদের কাছে মারধরের কারণ জানতে চেয়ে সোহেলকে মারধর শুরু করলে তাদের হামলায় স্কুল ক্যাম্পাসে হারিছ ও তার বড়ভাইকে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে৷ শিক্ষকরা আহত ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে৷ ৬-৭ মাস পূর্বে একই শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে একাধিক ঘটনা ঘটায়৷ যার প্রেক্ষিতে এক শিক্ষার্থীকে টিসি’ও দেয়া হয়েছিল৷ ওই ঘটনায় ফয়সাল থানায় অভিযোগ করলে স্থানীয়রা আপোস মিমাংসা করেন৷

স্থানীয় অভিভাবকরা অভিযোগ করেন, ওই স্কুলে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের উদাসীনতার কারণে প্রায়ই দুপুরের মধ্যে ৪-৫টি ক্লাশ শেষ করে শিক্ষার্থীরা বাড়ি চলে যায়৷ শিক্ষার্থীরা নেই অজুহাতে শিক্ষকরা অঘোষিত ছুটিতে বাড়ি চলে যান৷ এঘটনায় শিক্ষার্থীর ভাই থানায় মৌখিক অভিযোগ করে মামলার প্রস্তুতি নিচ্ছে৷