1430861427

দৈনিকবার্তা-গাজীপুর, ২০ সেপ্টেম্বর ২০১৫: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল সোমবার রাত ৮ টায় প্রকাশিত হচ্ছে। ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী বিগত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৩ মাসের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। সারদেশের ১৬৮১ টি কলেজের ৫ লাখ ৩২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী মোট ৬৮৩ টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ) ও (www.nubd.info) থেকে জানা যাবে। এ ছাড়াও যে কোন মোবাইল থেকে SMS করেও ফল জানা যাবে। এ ক্ষেত্রে যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space> deg <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।