suronjit-641x330

দৈনিকবার্তা-ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০১৫: টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় বাহিনীর কর্তাদের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত৷ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডন সফরে ছেলের কাছ থেকে কূটবুদ্ধি নিয়ে আরো উগ্রভাবে রাজনীতিতে আবিভর্ূত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন৷তিনিসোমবার দুপুরে নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশঙ্কা প্রকাশ করেন৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় অসামান্য অবদান রাখায় জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ লাভ করায় এ আলোচনা সভার আয়োজন করা হয়৷সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি মাকসুদুর রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আকতারম্নজ্জামান, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক ও শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অরুণ সরকার রানা৷আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘অনেক দিন পর লন্ডনে মা-ছেলের (খালেদা-তারেক) সাক্ষাত হয়েছে, ভালো কথা৷ আমাদের আশা, বেগম খালেদা জিয়া সন্ত্রাস ও জঙ্গীবাদের পথ পরিহার করে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসবেন৷

তিনি বলেন,আমার আশঙ্কা, বেগম খালেদা জিয়া তারেক রহমানের কূটবুদ্ধি নিয়ে এসে তিনি আরো উগ্রভাবে দেশের রাজনীতিতে আর্বিভূত হবেন৷সুরঞ্জিত সেনগুপ্ত মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সমালোচনা করে বলেন, যদি মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সত্য হয় তাহলে আবার সেই পরীক্ষা গ্রহন করা উচিত৷এ বিষয়ে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েক জনকে গ্রেফতার করল৷ তা হতে পারে না৷তিনি বলেন, সন্তানের সামনে মায়ের শ্লীলতাহানি করার ঘটনায় বিক্ষোভ হওয়া তো স্বাভাবিক৷ জাতি হিসাবে এটা (বিক্ষোভ) আমাদের গর্বের বিষয়, কিন্তু আপনি গিয়ে নির্বিচারে গুলি চালালেন৷ এখন পর্যন্ত চারজন মারা গেছে৷ কোন ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি চালানো হয়েছে তা প্রকাশ করার দাবি জানিয়ে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, এভাবে মানুষ মেরে আমাদের গণতান্ত্রিক সরকারের দুর্নাম করবেন, তা তো হতে পারে না৷ ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিকালে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় গুলিতে তিনজন নিহত হন৷ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় মৃতু্য হয় আরেকজনের৷ঘটনা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে৷ কালিহাতী ও ঘাটাইলের ওসিসহ নয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে৷অন্যদিকে পুলিশের উপর হামলার অভিযোগে প্রায় ৯০০ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে৷পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, সাত-আটশোজনকে আসামি করে মামলা হল, এটা কী জন্য? আর কয়েকজন পুলিশকে ক্লোজ করে দিলেন- এতেই শেষ হয়ে গেল! আসামি তো হবে পুলিশ৷

এখন ঢাকা রেঞ্জের ডিআইজি বলছেন, ‘আপনারা গুলি করেন, দায়িত্ব আমার৷ আপনার ওসি ওই লোকের বাড়ির ভাড়াটিয়া বলে কি এ ধরনের কথা আসছে? বিষয়টা কী৷এলাকাবাসীর অভিযোগ, ধর্ষণ মামলার চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হলেও এক নম্বর আসামির বাড়িতে কালিহাতী থানার ওসি ভাড়া থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি৷