28

দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ,  ০৪ অক্টোবর ২০১৫: পদ্মা সেতু নির্মাণে বিদেশি কর্মজীবীদের নিরাপত্তার ব্যাপারে কোন সমসা নেই৷ ভবিষ্যতেও কোন সমস্যা হবে না৷ সেনাবাহিনী, পুলিশ ও নৌ পুলিশ তাদের নিরাপত্তায় কাজ করছে৷রবিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির হল রুমে বিদেশিদের নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন৷

মন্ত্রী বলেন, আগামী নভেম্বরে মূল সেতুর পাইলিং ও নদী শাসনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেষ হাসিনা৷ এ পর্যন্ত পদ্মা সেতুর মোট ২৫ ভাগ কাজ শেষ হয়েছে৷ তিনি বলেন, পৃথিবীতে দুটি খরস্রোতা নদী রয়েছে, যার একটি পদ্মা৷ নদী ভাঙনের কারণে পদ্মা সেতু নির্মাণে মূল পাইলিংয়ের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে৷ তারপরও আগামী ২০১৮ সালের মধ্যেই এ সেতুর উদ্বোধন করা হবে৷ মূল পাইলিংয়ের কাজ অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু নদী ভাঙনের কারণে তা এখন নভেম্বরে করা হবে৷ এ দুটি কাজই আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন৷এ সময় সেনাবাহিনীসহ স্থানীয় প্রশাসনের ঊধর্্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷