DSE-Dawn

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ অক্টোবর ২০১৫: পুঁজিবাজারে রবিবার বড় ধরনের দরপতন হয়েছে৷ ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ৪২ পয়েন্ট কমেছে৷ লেনদেনকৃত ৩২২টি কোম্পানির মধ্যে ২৩৮টি কোম্পানির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে৷অর্থাত্ লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে ৭৪ শতাংশ কোম্পানিরই শেয়ারদর কমেছে৷বাজারে সূচক কমার পাশাপাশি লেনদেনও অনেক কমে গেছে৷ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি টাকা৷ যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন৷

আইডিএলসির বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির প্রবণতা বেড়ে যাওয়ায় দরপতন হয়েছে৷ বাজারে গ্রামীণফোনের দর সংশোধন অব্যাহত ছিল৷ এ ছাড়া, প্রায় সব খাতেই দরপতন হয়েছে৷তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেঙ্ (ডিএসইএঙ্) ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৪ পয়েন্টে দাঁড়িয়েছে৷ ডিএস-৩০ মূল্য সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে৷ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৮০ লাখ টাকা৷ যা আগের কর্মদিবসের চেয়ে ৮৭ কোটি ৪৩ লাখ টাকা কম৷ লেনদেনকৃত ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের৷ অপর দিকে, চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৬১ পয়েন্টে দাঁড়িয়েছে৷ লেনদেন হয়েছে ২২ কোটি ৪৮ লাখ টাকা৷ লেনদেনকৃত ২৩৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের৷

ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনেসিনার এক উদ্যোক্তা তার হাতে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন৷আয়েশা জেরিন নামের এ উদ্যোক্তা তার হাতে থাকা ইবনেসিনার ২৪ হাজার ৯৪৮টি শেয়ারের সব শেয়ার বিক্রি করবেন৷ ২৯ অক্টোবরের মধ্যে তিনি শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন৷এ দিকে, শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক মনোনীত পরিচালক রাশেদ আহমেদ৷ আগামী ২৯ অক্টোবরের মধ্যে তিনি শেয়ার ক্রয় সম্পন্ন করবেন৷ তিনি ব্যাংকটির ২ লাখ শেয়ার ক্রয় করবেন৷এ ছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এম ফরহাদ হোসাইন ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন৷