14082012090249pmStudents_protest_on_Medical_Admission_System_Aug14_b

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ অক্টোবর ২০১৫: ভর্তি পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা৷রোববার রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়৷কর্মসূচির মধ্যে রয়েছে-সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান৷এদিন এক ঘন্টা কর্মবিরতি পালনের জন্য দেশের সব সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ইন্টার্ন চিকিত্‍সকদের প্রতি আহ্বান জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা৷আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র খালেদ সাইফুল্লাহ এ সব কর্মসূচি ঘোষণা করেন৷অবশ্য আন্দোলনে সংহতি জানানো বাম ছাত্রসংগঠনগুলো দাবি না মানলে আগামী ৭ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডাকার হুমকি দিয়েছে৷এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার দুপুর ১২টার দিকে মেডিকেলে ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের জন্য বের হন৷স্মারকলিপি দিতে যাওয়া দলটিতে শিক্ষার্থীদের মধ্যে ছিলেন- মোহাইমিনুল নিয়ন, আবু সায়েম দোসর, সাদিয়া আফরিন, আসিফ বিন ত্বাকী ও পিংকী৷ অভিভাবকদের মধ্যে রয়েছেন- আশরাফ কামাল ও বোরহান উদ্দিন৷

মিছিলটি শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে এলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ৷ পরে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙ্গে শাহবাগ মোড়ে অবস্থান নেয়৷ এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়৷বিকাল পৌনে ৩টার দিকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল তার কার্যালয়ে যায়৷ পরে পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা৷উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর সারাদেশে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ ওই ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা৷প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল ও আবার ভর্তি পরীক্ষার দাবিতে গানে- স্লোগানে রাজধানীর শাহবাগে চলে েভর্তিচ্ছু শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি৷ এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যান৷রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা পুলিশ ব্যারিকেড ভেঙে শাহবাগ চত্বরে অবস্থান নেন৷দুপুর থেকে তারা দেশাত্মবোধক ও প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন স্লোগানে শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন৷ তবে কর্মসূচি চলাকালে রোগী ও লাশবাহী গাড়ি যেতে সহায়তা করছেন শিক্ষার্থীরা৷গত কয়েকদিন আন্দোলনকারীদের বিপরীতে পুলিশের ভূমিকা আক্রমণাত্মক থাকলেও রোববার তারা নমনীয়৷

উল্লেখ্য,মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল ও আবার ভর্তি পরীক্ষার দাবির সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ,সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন৷