1090_1

দৈনিকবার্তা-সিলেট, ০৫ অক্টোবর ২০১৫: হানিফ পরিবহন কাউন্টারে আগুন দেয়ার প্রতিবাদে মঙ্গলবার থেকে অনির্ধিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তবে এ ধর্মঘট আন্তঃজেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক।ফলিক জানান, গত শুক্রবার রাতে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এ দুর্ঘটনায় হতাহতের পর ক্ষুব্ধ জনতা হয়ে সিলেটের কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগ করে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্টরা সোমবার পর্যন্ত সময় সীমা বেঁধে দিয়েছিল।

কিন্তু এখানো পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে আজকের মধ্যে কোনো ব্যবস্থা না নেয়া হলে আগামীকাল থেকে সিলেট জেলায় অনির্ধিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে। হামলাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জালালপুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে হানিফ পরিবহনের একটি বাস। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশের স্ত্রী, ছেলে ও একজন সেনা সদসদ্য নিহত হন।এ ঘটনার পর ওই দিন রাত ২টার দিকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কদমতলী হানিফ পরিবহনের কাউন্টারে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা দু’টি গাড়ি ভাঙচুর করে।