download

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ অক্টোবর ২০১৫: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন দাবি করেছেন, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় রিভিউ আবেদনের যুক্তিগুলো সঠিকভাবে বিবেচনা করলে মৃতু্যদণ্ড বাতিল হবে৷বুধবার দুপুর দেড়টার দিকে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মুজাহিদ ও সাকা চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন৷জামায়াত ও বিএনপির দুই নেতার রিভিউ আবেদনের পর সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আরো বলেন, এরই মধ্যে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে মৃতু্যদণ্ড বাতিলের বিষয়ে সরকারকে বলা হয়েছে৷খন্দকার মাহবুব বলেন, মুজাহিদের বিরুদ্ধে দুজন সাক্ষ্য দিয়েছিল৷ তারাও বলেছে, মুজাহিদ আলবদর বাহিনীর প্রধান ছিলেন না৷ মুক্তিযুদ্ধকালে উনার (মুজাহিদ) বয়স মাত্র ১৩-১৪ বছর ছিল৷ তিনি প্রত্যক্ষভাবে হত্যা, ধর্ষণ করেছেন এমন কোনো তথ্য-উপাত্ত উপস্থাপন করতে পারেনি৷এমনকি তদন্ত কর্মকর্তাও বলেছেন, মুজাহিদ আলবদর ও আলশামস বাহিনীতে ছিলেন বলে তিনি কোনো তথ্য পাননি৷খন্দকার মাহবুব বলেন, রিভিউতে আমরা মুনতাসীর মামুনের একটি বই উপস্থাপন করেছি, যেখানে লেখা রয়েছে, জেনারেল নিয়াজী এবং জেনারেল ফরমান আলী বলেছেন, আলবদর এবং আলশামস উনাদের অধীনে ছিল৷ উনাদের কমান্ড (নির্দেশ) অনুযায়ী কাজ করেছে৷ কিন্তু মুজাহিদ এ বাহিনীর প্রধান ছিলেন এমন কোনো তথ্য-উপাত্ত নেই৷সাকা চৌধুরীর রিভিউয়ের বিষয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, সাকা চৌধুরী মুক্তিযুদ্ধকালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ছিলেন৷ তিনি চট্টগ্রামে ছিলেন না৷ এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে আদালত মৃতু্যদণ্ড বাতিল করবেন বলে আমরা আশা করি৷সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মনির, সাইফুর রহমান প্রমুখ৷

এদিকে, মৃতু্যদন্ডের বিরুদ্ধে জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ ও বিএনপি সাকা চৌধুরীর করা রিভিও আবেদন দ্রুততম সময়ের মধ্যে শুনানির জন্য আবেদন করবে রাষ্ট্রপক্ষ৷বুধবার দুপুরে সাকা চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদনের পর সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় মাহবুবে আলম একথা বলেন৷ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এসব রিভিউ আবেদনের শুনানি যেন দ্রুত করা হয়, সে জন্য আগামীকালের মধ্যে আমরা আবেদন করব৷ আগামী মঙ্গলবার ২০ অক্টোবর চেম্বার আদালত আশা করি, শুনানির জন্য দিন ধার্য করে দেবেন৷অ্যাটর্নি জেনারেল বলেন, একজন আইনজীবী এবং ফৌজদারি মামলার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, রিভিউতে তাদের মৃতু্যদণ্ড বাতিল হওয়ার সম্ভাবনা ক্ষীণ৷তিনি বলেন, আমি আশা করি, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় পুনর্বিবেচনায় (রিভিউ) মৃত্যুদণ্ড বহাল থাকবে৷মুজাহিদ আলবদর বাহিনীর প্রধান ছিলেন না বলে তার আইনজীবীর দাবির পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলেন, মুজাহিদ আলবদর বাহিনীর প্রধান ছিলেন, তা ওই সময়ের বিভিন্ন পত্রিকায় রয়েছে৷এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের সময় দেশে ছিলেন না বলে তার আইনজীবীর দাবির পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তার (সাকা চৌধুরীর) নেতৃত্বে চট্টগ্রামে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, তা আমরা প্রমাণ করতে পেরেছি৷