স্বরাষ্ট্রমন্ত্রী4564165416

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ অক্টোবর ২০১৫: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানদুই বিদেশি নাগরিককে হত্যাসহ সমপ্রতি কয়েকটি হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমরা খুব কাছাকাছি চলে এসেছি৷ দ্রুতই অগ্রগতি জানাতে পারব৷ আরেকটু অপেক্ষা করেন৷বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে বার্ষিক কার্যসম্পাদন চুক্তি স্বাক্ষর-সংক্রান্ত এক বৈঠক হয়৷ পরে সাংবাদিকেরা সমপ্রতি ঘটে যাওয়া দুই বিদেশি হত্যার অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান৷ পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যা ও ঈশ্বরদীতে গির্জার যাজককে খুনের চেষ্টা এসব ঘটনার তদন্তের বিষয়েও তাঁরা জানতে চান৷গাইবান্ধার সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল৷তিনি বলেন, কেউ বিচারের ঊধের্্ব নয়, বিচারকরা যেভাবে নির্দেশনা দেন আমাদের প্রশাসন ঠিক সেভাবেই কাজ করে৷ যেই নির্দেশনা (আদালত) দিয়েছেন তা আমাদের কাছে এলে প্রশাসন সে অনুযায়ীই কাজ করবে৷লিটনকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের যে আদেশ হাই কোর্ট দিয়েছিল, রাষ্ট্রপক্ষের আবেদনে ইতোমধ্যে তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত৷এর ফলে এই সংসদ সদস্যকে গ্রেপ্তারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল৷গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে নয় বছর বয়সী এক শিশু আহত হয় বলে পরিবারের অভিযোগ৷আহত সৌরভের বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন৷ এছাড়া ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার রহমান নামে সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের এক বাসিন্দা৷ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে লিটন হাই কোর্টে আবেদন করলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চ সোমবার তা খারিজ করে দেয়৷সামপ্রতিক কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডে তদন্তের অগ্রগতি জানতে চাইলে মন্ত্রী বলেন, সুষ্ঠু তদন্তের সব প্রচেষ্টা অব্যাহত আছে৷ শিগগিরই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অবহিত করা হবে৷অনেকগুলো ইসু্য, যেমন- ধর্ম যাজক হত্যাচেষ্টার তদন্ত খুব কাছাকাছি এসেছে৷ আশা করছি সময়মত আপনাদের জানাতে পারব৷ তদন্তের স্বার্থে এখন আর কিছু বলব না৷গত ৫ অক্টোবর সকালে ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশনের ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর ফাদার লুক সরকারকে তার বাসায় গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে কয়েকজন যুবক৷

এর এক সপ্তাহ পর জেএমবির এক আঞ্চলিক কমাণ্ডারসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ৷ পরে ওই পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে৷এর আগে ২৮ সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় চেজারে তাভেল্লা নামের এক ইতালীয় এনজিওকর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা৷ এর পাঁচ দিনের মাথায় রংপুরের এক গ্রামে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি৷ এ দুটি হত্যাকাণ্ডের খবর আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়েছে৷দেশের হিন্দু সমপ্রদায় এবার ‘স্বাভাবিক ও সুন্দরভাবে’ দুর্গাপূজা উদযাপন করতে পারবে আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতবারের তুলনায় এবার দুই থেকে তিনশ মণ্ডপ বেড়েছে৷

আমি মনে করি, যেহেতু নিরাপত্তা দিতে পারছি, আর আমরা অসামপ্রদায়িক চেতনায় বিশ্বাস করি, তাই এগুলো সম্ভব হচ্ছে৷সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন অফিস প্রধানদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী৷গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গর্ভনর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়৷ প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি করে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন৷ সিজার নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আইসিসিও কো-অপারেশন প্রুফসের (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) প্রকল্প ব্যবস্থাপক ছিলেন৷ এদিকে ১৬ দিনেও সিজার তাবেলার হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি ডিবি৷ তদন্তের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা বলেন, তদন্ত কর্মকর্তারা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মোটরসাইকেল আরোহীসহ অন্তত ২০ ব্যক্তিকে শনাক্ত করেছেন৷ ঘটনার প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সংগৃহীত তথ্যের ভিত্তিতে দফায় দফায় অভিযান চালানো হয়েছে৷ এরপর ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে এখন সন্দেহের তালিকায় তিন-চারজনকে রাখা হয়েছে৷৩ অক্টোবর রংপুরে নগরের উপকন্ঠে কাচু আলুটারি গ্রামে দুবর্ৃত্তদের গুলিতে নিহত হন কুনিও হোশি৷ পুলিশ জানায়, জাপানি নাগরিক কুনিও হত্যা মামলায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে৷ এই দুজনের মধ্যে কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির ওরফে হিরা এখনো পুলিশের হেফাজতে রয়েছেন৷ ৫ অক্টোবর সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়৷ আর এই মামলায় গ্রেপ্তার মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব বর্তমানে কারাগারে আছেন৷ এদিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে থাকা কুনিওর বাড়িওয়ালা গোলাম জাকারিয়া ওরফে বালা, কুনিওকে পরিবহন করা রিকশাচালক মুন্নাফ আলী ও প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেনকে এখনো ছেড়ে দেওয়া হয়নি৷

গত ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মধ্য বাড্ডায় নিজের বাড়িতে পরিবারের সদস্যদের বেঁধে রেখে খিজির খানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুবর্ৃত্তরা৷ বাড়ির দোতলায় রহমতিয়া খানকা শরিফের অজুখানায় এই হত্যাকাণ্ড ঘটে৷ খিজির খান ওই খানকা শরিফের পীর ছিলেন৷ হত্যার পর সেখান থেকে রক্তমাখা একটি চাপাতি, কয়েকটি গামছা, জটাবাঁধা লম্বা একটি ছদ্ম চুলসহ বেশ কিছু আলামত সংগ্রহ করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের সদস্যরা৷ এ হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার বিকেলে সন্দেহভাজন অবস্থায় টাঙ্গাইলের দেলদুয়ার থেকে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ৷ তাঁর নাম তারেকুল ইসলাম (২৩)৷ পুলিশের দাবি, তারেকুল জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের ( জেএমবি) সক্রিয় সদস্য৷৫ অক্টোবর সকালে ঈশ্বরদীর যাজক লুক সরকারের বাসায় ঢুকে দুবর্ৃত্তরা হত্যার চেষ্টা চালায়৷এ ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁরা জেএমবি সদস্য বলে পুলিশ দাবি করেছে৷ এই পাঁচজনের মধ্যে চারজন বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে আছেন৷ অপরজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়নি৷