Jhenidah clinik vangcur poto

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ১৫ অক্টোবর ২০১৫: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রী-মোহনি এলাকায় ভুল চিকিৎসায় চামেলি খাতুন (২৫) নামে এক প্রসূতির মৃত্যু অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিক ভাঙচুর করেছেন।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। অপারেশনের ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওই প্রসূতির মৃত্যু হয়।

Jhenidah clinik vangcur poto (1)

জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার নারানপুর গ্রামের আলী আহমেদের স্ত্রী চামেলী খাতুনকে পার্শ্ববর্তি বোড়াই ত্রিমোহনীর নিউ ইসলামীয়া প্রাইভেট হাসপাতাল এণ্ড ডায়াগনোষ্টিক সেন্টারে সিজার করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে পুনরায় তার অপারেশন করে পেটের ভিতর গজ-ব্যান্ডেজ পাওয়া যায়। তার মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসি মিছিল করে এসে একই মালিকের নারানপুর ত্রিমোহনীর নিউ ইসলামীয়া প্রাইভেট হাসপাতাল এণ্ড ডাগনোষ্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাংচুর করে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।