labour111_4170

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ অক্টোবর ২০১৫: বর্তমানে রাজনীতি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান৷ বলেছেন, রাজনীতি লাভজনক ব্যবসায় আমলা ও পুঁজিপতিরা শিল্প কল-কারখানা তৈরি না করে বিনিয়োগ করছে এমপি, মন্ত্রী, মেয়র বা জনপ্রতিনিধি হওয়ার প্রতিযোগিতায়৷ তাই জাতীয় সংসদ অকার্যকর হয়ে বণিক সমিতিতে পরিণত হয়েছে৷ শুক্রবার দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন৷ ডা. ইরান বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে৷

মুক্তিযুদ্ধের ৪৫ বছরেও আইনের শাসন,মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হয়নি৷ যে কোন মূল্যে ক্ষমতায় থাকার ঘৃণ্য প্রতিযোগিতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে৷ লুটপাটের রাজনীতি ও ব্যর্থ নেতৃত্বের একগুঁয়েমির ফলে জনগণ রাজনীতি ও রাজনীতিবিদদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে৷অসুস্থ রাজনীতিচর্চা ক্রমশ দেশ, সমাজ ও নতুন প্রজন্মকে ধ্বংস করছে৷ তিনি বলেন, নীতি-নৈতিকতা আজ বিলুপ্তির পথে৷ তাই নীতি ও আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে কোন উপায়ে অর্থ ও সম্পদের পাহাড় গড়ার অসুস্থ প্রতিযোগিতা চলছে৷ দুর্নীতি আজ মূলনীতিতে রূপ নিয়েছে, যা দেশ জাতির জন্য মরণব্যাধি এইডসের চেয়ে ভয়ঙ্কর৷ দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠনকারী দুষ্টচক্রের কাছে অর্থ ও ক্ষমতার দাপটে সত্‍ ও নিষ্ঠাবানেরা জিম্মি হয়ে আছে৷ পরিবর্তনের আশায় মানুষ বারবার সরকার বদল করলেও সুবিধাবাদী লুটেরা চক্রের কারণে সমস্যার সমাধান হচ্ছে না, বরং যেই তিমিরে ছিল সেই তিমিরেই থাকছে৷ তাই মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ ও বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় লেবার পার্টি সুসংগঠিত করতে হবে৷ শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণে ভোগবাদী চিন্তার বদলে মানবসেবার চেতনা বিস্তারে যোগ্য নেতা-কর্মী তৈরি করতে হবে৷ এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন ডা. ইরান৷

আলোচনা সভায় দলের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, এডভোকেট ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, ঢাকা মহানগর সভাপতি শামসুদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক মাহমুদ খান প্রমুখ বক্তব্য রাখেন৷