songarso

দৈনিকবার্তা-সিরাজগঞ্জ, ২৩ অক্টোবর ২০১৫: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জগতলা গ্রামে দুই পক্ষের মধ্যে (ব্যাপারী ও সর্দার গোষ্ঠী) সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০টি রাবার বুলেট ছোড়ে৷ শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ আহত লোকজনের মধ্যে ২৮ জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ এবং জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার জগতলা খেয়াঘাটের দোকানদার জগতলা সর্দার গোষ্ঠীর হেকমত আলী একই গ্রামের ব্যাপারী গোষ্ঠীর রফিকুল আলমের কাছে তাঁর দোকান থেকে বাকিতে নেওয়া মালের টাকা চান৷ এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়৷

বিষয়টি নিয়ে বিকেলে স্থানীয় মাতবরেরা সালিস করেন৷ কিন্তু রফিকুলের পক্ষে ইদ্রিস আলী নামে ব্যাপারী গোষ্ঠীর একজন রায় সঠিক হয়নি উল্লেখ করে আপত্তি জানান৷ এতে সালিসে বসা লোকজন তাঁকে মারধর করেন৷ইদ্রিস আলী বিষয়টি গ্রামের বালিয়াটপাড়ার লোকজনকে জানালে ব্যাপারী গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ এ ঘটনার জের ধরে আজ শুক্রবার সকালে খেয়াঘাটের কাছে আবারও কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ এ সময় উভয় পক্ষ লাঠি, ফালা, রামদা ও ইটপাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে৷ প্রায় ঘন্টাব্যাপী ওই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নুরুল আমিনের ভাষ্য, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে৷শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷