news_img

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ অক্টোবর ২০১৫: আরও ৪৫০ জন সাংবাদিককে জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ দেয়া হয়েছে । পাশপাশি সহযোগী সদস্য দেয়া হয়েছে আরও ১০ জনকে।জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত নতুন এ সদস্যদের নামের তালিকা শনিবার রাত দেড়টার দিকে প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে টাঙানো হয়।গত আগস্টে জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য নির্বাচনের জন্য ৭৯৫ জনকে মনোনয়ন দেয়া হয়। তার আগের মাসে ১৮৮ জনকে মনোনয়ন দেয়া হয়। মনোনীত এসব সাংবাদিকদের মধ্য থেকে চূড়ান্তভাবে ৪৫০জনকে সদস্য পদ দেয়া হলো।দীর্ঘ আট বছর পর গত বছরের নভেস্বরে ১৭১জন সাংবাদিককে প্রেস ক্লাবের সদস্য পদ দেয়া হয়। পরে প্রেস ক্লাবের বতর্মান কার্যনির্বাহী কমিটি ক্ষমতায় এসে গত আগস্টে আরও ১০১জনকে সদস্য করেন।