PM

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ অক্টোবর ২০১৫: বাংলাদেশ সীমানত্মের ওপারে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার জন্য এলপিজি টার্মিনাল নির্মান ও পরিবহনের জন্য ভারতের প্রসত্মাব পরীক্ষা করছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ সরণের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন৷প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এ বিষয় নিয়ে ভারতীয় তেল কোম্পানি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মধ্যে আলোচনা চলছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের হাই কমিশনার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দু’দেশের উচ্চ পর্যায়ের সফরকালে গৃহীত চুক্তিসমূহ ও অন্যান্য সিদ্ধানত্ম বাসত্মবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন৷

শেখ হাসিনা বৈঠকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক এবং উভয় পক্ষ স্থল সীমানত্ম চুক্তি ও এর প্রটোকল নির্ধারিত সময়ে স্বচ্ছন্দে বাসত্মবায়ন করায় সনত্মোষ প্রকাশ করেন৷এ প্রসঙ্গে শেখ হাসিনা স্থল সীমানত্ম চুক্তি অনুমোদনে সমর্থন দেয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলমত নির্বিশেষে দেশটির পার্লামেন্টের সকল সদস্যকে ধন্যবাদ জানান৷শেখ হাসিনা আস্থা প্রকাশ করেন যে, অবশিষ্ট সব পদক্ষেপ যথাসময়ে সম্পন্ন হবে৷

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সদ্যবিলুপ্ত ছিটমহল এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে যাতে নিশ্চিত করা যায় যে, এসব এলাকার জনসাধারণ সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা পায়৷ এসব কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদারকি করা হচ্ছে৷বাংলাদেশের বিদু্যত্‍ খাতে ভারতের সহযোগিতার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, এক্ষেত্রে আমরা উপ-আঞ্চলিক সহযোগিতার পরবতর্ী পর্যায়ে এগিয়ে যেতে চাই৷তারা পদ্মা নদীর উপর গঙ্গা ব্যারেজ নির্মাণের বিষয়েও আলোচনা করেছেন৷ প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে এই ব্যারেজ নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন৷শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বাংলাদেশে পায়রা বন্দর ও গভীর সমুদ্রে আরো বন্দর নির্মাণে সম্পৃক্ত হওয়ার বিষয়ে ভারতের আগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহন করছে৷ ভারতের হাইকমিশনার বলেন, পেট্রপোলে একটি সমন্বিত অভিবাসন চেকপোস্ট স্থাপিত হচ্ছে৷ এছাড়া, কুড়িগ্রাম জেলার ফুলবাড়িতে ভারতের একটি অভিবাসন চেকপোস্ট চালুর জন্য প্রস্তুত রয়েছে৷প্রধানমন্ত্রীর আনত্মর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও মুখ্য সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন৷