গাজীপুরে প্রথমবারের মতো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব মহামানব গৌতমবুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভবুদ্ধ পূর্নিমা পালিত হয়েছে। গাজীপুরে বসবাসরত বিপুল সংখ্যক বৌদ্ধ নারী পুরুষের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বুধবার সকালে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (ডুয়েট) এ ধর্মীয় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এরমধ্যে শোভাযাত্রা, ডুয়েট এর স্টুডেন্ট কমপ্লেক্সে বুদ্ধপুজা,পঞ্চশীল গ্রহন, বুদ্ধ প্রতিম্বিদান,অষ্টপরিস্খারদানসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যান কামনায় সমবেত প্রার্থনা করা হয়। ঢাকার নদ্দাস্থ প্রঞ্জানন্দ বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু পুজনীয় সুনন্দ ভিক্ষুর সদ্ধস্মদেশনার মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়।

পরে বিকেলে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য ও বর্তমান অশান্ত বিশে^ মহামানব বুদ্ধের অহিংসাবাণীর অপরিহার্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গাজীপুর বুড্ডিষ্ট কমিউনিটি বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সভাপতি ও বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের কর্মকর্তা শিমুল বড়ুয়া। সভায় সর্বসম্মতিক্রমে এ কমিউনিটির আগামি দিনের কার্যক্রম পরিচালনার জন্য ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বর্তমান সভাপতি শিমুল বড়ুয়াকে পুনরায় সভাপতি, অমর বিকাশ চাকমাকে কার্যকরী সভাপতি, পিকলু বড়ুয়াকে সাধারণ সম্পাদক ও শান্তি বিকাশকে অর্থ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।