রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারের বোর্ডবাজার এলাকা থেকে ফরহাদ নামে এক কিশোর গ্যাংএর মূলহোতাকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার (২১ মে) রাত আটটার দিকে তাকে আটক করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এসি মিজানুর তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, একজনকে আটক করা হয়েছে। আমি এখন বাইরে। থানায় ফিরে জিজ্ঞাসাবাদ করা হবে৷

খোঁজ নিয়ে জানা গেছে, রাত আটটার দিকে মোহাম্মদপুর রায়েরবাজার বোর্ডঘাট এলাকায় মাদক কারবারি বেগী নামে এক নারীকে আটক করতে যায় পুলিশ। এসময় তাকে ছিনিয়ে নিতে অভিযুক্ত ফরহাদ ও ল্যাংড়া হাসান দলবল নিয়ে হাজির হয়। পুলিশ তাদের মধ্যে ফরহাদকে আটক করতে সমর্থ হলেও বাকিরা পালিয়ে যায়।

পুলিশের কাছ থেকে এই কিশোর গ্যাং লিডারকে ছাড়িয়ে নিতে শাহ আলম জীবন নামে এক যুবলীগ নেতাকে থানায় বসে থাকতে দেখা গেছে। গ্রেফতারকৃত ফরহাদ ৩৩ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলরের লোক হিসেবে পরিচিত।