shilpakala-doinikbarta

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ নভেম্বর ২০১৫: গীতিকার, সুরকার,কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক ভূঁইয়া সফিকুল ইসলাম ১৯৫৭ খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। গ্রামের পাঠশালায় তাঁর হাতেখড়ি।বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৯৭ খ্রিস্টাব্দে তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় সংস্থাপ্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি কোলকাতায় অনুষ্ঠিত ৯দিনব্যাপী বাংলাদেশী সৃজনশীল বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিমন্ত্রিত হন।এ যাবত ভূইয়া সফিকুল ইসলামের প্রকাশিত প্রবন্ধগ্রন্থ সংখ্যা ১৭টি তাঁর প্রবন্ধগ্রন্থ রবীন্দ্রনাথ: আশ্রয়ের ছায়াতল, বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয়েছে।২০১৪ সালে ০৬ আগস্ট (২২ শ্রাবণ)রবীন্দ্রণাথের মৃত্যুদিবসে বাংলা একাডেমি তাঁকে একক বক্তা হিসেবে মনোনিত করে।এ তাঁর রবীন্দ্র চর্চার স্বীকৃতি।গীতিকার হিসেবে তাঁর আত্মপ্রকাশ সাম্প্রতিক হলেও এ ক্ষেত্রে তাঁর সাফল্য অনেক। মাত্র পাঁচ বছরে তিনি প্রায় পাঁচশত গান রচনা করেছেন। এর মধ্যে তাঁর গানের এ্যালবাম বের হয়েছে ১৫টি। নিজে তেমন বিত্তশালী মানুষ না হয়েও মহাপ্রাণ এই মানষুটি তাঁর সিডির বিক্রয়লব্ধ অর্থ হতে ১0,00000 (দশ লক্ষ) টাকা দুস্থ শিল্পীদের কল্যাণে ব্যয়ের জন্য বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদকে দান করেছেন।স্পষ্টবাদী এই লেখকের কন্ঠ ও কলম সত্যে নিবেদিত।দেশ-মানব ও মানবতার কল্যাণকামী এ লেখক সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা এবং ধর্মান্ধতার বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। আসছে বই মেলায় তাঁর দুইটি গ্রন্থ প্রকাশিত হবে।

shilpakala-doinikbarta-press

এই মেধাবী, পরিশ্রমী, মানবতাবাদী লেখককে অনুপ্রেরণা যোগাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আজ ০৪ নভেম্বর ২০১৫ তারিখ সন্ধ্যা ৬.০০টায় একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে গীতিকার, সুরকার,কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক ভূঁইয়া সফিকুল ইসলাম এর কবিতা ও গান নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাসানুল হক ইনু, এম.পি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব সোহরাব উদ্দীন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ডালিয়া আহমেদ ও ড. শাহাদাৎ হোসেন নিপু এবং সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রফিকুল আলম, তিমির নন্দী, আবু বকর সিদ্দিক, শারমীন সাথী ইসলাম, মামুন জাহিদ খান, সঞ্জয় রায়, জিনিয়া জাফরিন লুইপা, লায়লা ইয়াসমিন লাবন্য ও সম্পৃক্তা সফিক হৃদি।