Attack_at_UN_Base_bg_307751363

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ নভেম্বর ২০১৫: মালির উত্তর-পূর্বাঞ্চলীয় কিদাল শহরে অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে শনিবার এক রকেট হামলায় জাতসিংঘের দু’জন শান্তিরক্ষী ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।জাতিসংঘ ও স্থানীয় সূত্র এখবর জানায়।মালির জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একজন কর্মকর্তা জানান, আজ ভোরে সন্ত্রাসীরা কিদালে আমাদের ক্যাম্পে রকেট হামলা চালিয়েছে।তিনি বলেন, হামলায় গিনির দু’জন শান্তিরক্ষী ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।স্থানীয় এক কর্মকর্তা এখবর নিশ্চিত করেন। জাতিসংঘের অপর এক সূত্র জানায়, হামলায় অপর ১৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন।মালির রাজধানী বামাকোতে একটি বিলাসবহুল হোটেলে জিম্মি নাটকের ঘটনার ৮দিন পর এ ঘটনা ঘটল। হোটেলে জিম্মির ঘটনায় ১৪ বিদেশীসহ ২০ জন নিহত হয়।