korea-march-18548

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ নভেম্বর ২০১৫: দক্ষিণ কোরীয় পুলিশ শনিবার একটি সরকার বিরোধী সমাবেশ নিষিদ্ধ করেছে।সিউল মেট্রোপলিটান পুলিশ এজেন্সি’র এক মুখপাত্র একথা জানিয়েছেন।সমাবেশে সহিংতার আশঙ্কা থাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়। সিউলে আগামী সপ্তাহে ওই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।তবে বিক্ষোভকারীরা সিটি হলের বাইরে আগামি শনিবার সমাবেশ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্তি করেছে।পুলিশের ওই মুখপাত্র আরো বলেন, কোন ধরনের সহিংসতার ঝুঁকি থাকলে রাস্তায় সমাবেশ নিষিদ্ধ করার আইনের আওতায় পুলিশ এই নিষেধাজ্ঞা জারি করেছে।নিষেধাজ্ঞা অমান্য করলে গ্রেফতার করা হবে বলে পুলিশ ওই অ্যাক্টিভিস্ট গ্রুপের নেতৃবৃন্দকে সতর্ক করেছে।পুলিশের এই নিষেধাজ্ঞাটি সড়ক সমাবেশে কোন ধরনের সহিংসতা না ঘটানোর ব্যাপারে সরকারের শুক্রবারের হুঁশিয়ারির সঙ্গে সঙ্গতিপূর্ণ।

বিচারমন্ত্রী কিম হিউন-উং টেলিভিশনে এক বক্তব্যে বলেন, সরকার জনজীবনে যে কোন ধরনের বিশৃঙ্খলা দমন করতে বদ্ধপরিকর।তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা লংঘনকারীদের চরম ‘মূল্য দিতে হবে।১৪ নভেম্বর সিউলে একটি বিরাট সরকার বিরোধী সমাবেশের আগেও কিম এভাবে হুঁশিয়ার করেছিলেন। ওই সমাবেশে ৬০ হাজার লোক জমায়েত হয়েছিল।ওই দিন পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মরিচের গুঁড়া ও জলকামান ব্যবহার করে।এই ব্যাপক প্রতিবাদে শ্রম সংস্কার, কৃষিবাজার উন্মুক্ত করা ও স্কুলের পাঠ্যসূচিতে সরকারের প্রকাশিত ইতিহাসের বই অন্তর্ভূক্তের মতো বিষয়গুলো উঠে আসে।