রুনা লায়লা

দৈনিকবার্তা-ঢাকা, ১২ ডিসেম্বর ২০১৫: মহান বিজয় দিবস উপলক্ষে সংগীত পরিবেশন করতে কলকাতায় যাচ্ছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। আগামী ১৯ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘বাংলাদেশ বিজয় উৎসব’ শীর্ষক আয়োজনে গাইবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই গায়িকা। এর আয়োজন করেছে বাংলাদেশ উপ-দূতাবাস, সহযোগিতা করছে পশ্চিমবঙ্গ সরকার। জানা গেছে, রুনার পাশাপাশি এ অনুষ্ঠানে গাইতে যাচ্ছেন কৃষ্ণকলি ও কুষ্টিয়ার লালন শিল্পীরা। এতে থাকবে আধুনিক গান, নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, বাউল গান, লালনগীতি, সুফি ও বাংলা ব্যান্ডের গান। গান ছাড়া চলচ্চিত্র, ঢাকার জামদানি, রাজশাহীর সিল্ক, সিরামিকসের প্রদর্শনী হবে। থাকবে কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি ও নানান রকম পিঠা।

এদিকে দীর্ঘদিন লন্ডনে বেড়ানোর পর শনিবার সকালে ঢাকায় ফিরলেন রুনা লায়লা। সেখানে কন্যাসন্তান তানি লায়লা ও দুই নাতির সঙ্গে এবারের জন্মদিন উদযাপন করেছেন তিনি।