china-landslide-shadhinbangla24

দৈনিকবার্তা-ঢাকা, ২১ ডিসেম্বর ২০১৫: চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন নগরীতে ভূমিধসে ৩৩টি ভবন ধসে পড়েছে। কয়েকশ উদ্ধারকর্মী নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।শেনঝেন কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের পর ধ্বংসস্তপের ভেতর থেকে ৭ জনকে উদ্ধার করা হয়েছে। এরা সামান্য আহত হয়েছে।এখনো আরো ৯১ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে তারা। খবর বার্তা সংস্থা এএফপি’র।রোববার ভূমিধসের পর শিল্পাঞ্চলটি থেকে প্রায় ৯শ’ লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়।

এটি চীনের বৃহত্তম শিল্প নগরী। হংকং সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই নগরী অবস্থিত।শেনঝেনের জরুরি ব্যবস্থাপনা কার্যালয় এর অফিসিয়াল মাইক্রোব্লগে বলা হয়েছে, ভূমিধসের ফলে ৩ লাখ ৮০ হাজার বর্গমাইল এলাকা ১০ মিটার কাদামাটিতে তলিয়ে গেছে।হু নামের এক নারী শেনঝেন ইভনিং নিউজকে জানান, তিনি তার বাবাকে নিজের ট্রাকসহ মাটি চাপা পড়তে দেখেছেন।তিনি বলেন, তিনি কয়েক ঘন্টা আগে মাটি চাপা পড়েছেন। আমরা গভীর উদ্বেগে রয়েছি।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, একটি প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন বিস্ফোরণের কারণে ভয়াবহ বিপর্যয়টি ঘটে।কর্মীরা প্রায় ৪শ’ মিটার ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে কাজ করে যাচ্ছে।