Jhenidah accident Photo 22-01-16

দৈনিকবার্তা-ঢাকা, ২২ জানুয়ারি ২০১৬: ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইাদহগামী আলিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে লিয়াকত আলী নামের একজন পান চাষী নিহত ও মহিলাসহ ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে ৮টার দিকে।আ্হতদের স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত লিয়াকত আলী জেলার শৈলকুপা উপজেলার কানা পুকুরিয়া গ্রামের মৃত আব্দুল গফুর মালিতার ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, রাতুল পরিবহনের একটি যাত্রীবাহি বাস চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ আসার পথে শুক্রবার সকাল সাড়ে ৮টার নগরবাথান এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছে ধাক্কা মেরে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই লিয়াকত আলী নামের একজন পানচাষী নিহত হয়। এতে মহিলা পাপিয়া, সালমা খাতুনসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আহতদের সবার বাড়ি ঝিনাইদহ জেলায়। খবর পেয়ে দমকলবাহিনী ও স্থানীয়রা নিহত ও আহতদেরকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে পাঠায়।