1453735142_43

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ জানুয়ারি ২০১৬: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সোমবার ইতালি পৌঁছেছেন। এর মাধ্যমে তিনি তার ইউরোপ সফর শুরু করলেন।ইরানের বিরুদ্ধে অবরোধ তুলে নেয়ার পর একে তার ইউরোপে প্রথম সফর হিসেবে দেখা হচ্ছে।অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাই রুহানির এই সফরের প্রধান লক্ষ্য।চলতি সপ্তাহের শেষ দিকে তিনি ফ্রান্স সফর করবেন।রুহানির গত নভেম্বরেই এই সফরের পরিকল্পনা ছিল। কিন্তু প্যারিসে জিহাদিদের ভয়াবহ হামলার পর তা বাতিল করা হয়।

তেহরানের সঙ্গে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর চুক্তিটি কার্যকর হওয়ার এক সপ্তাহ পর তিনি তিন দিনব্যাপী এই সফর করছেন।ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার বিনিময়ে তেহরান পরমাণু কর্মসূচি হ্রাস করছে।রোববার তেহরান জানিয়েছে, ইরানের ১১৪টি এয়ারবাস বিমান কিনবে। ইরানের বিমান সংস্থা ইরান এয়ারের পুরনো বিমান বহরকে শক্তিশালী করার জন্য এই বিমানগুলো কেনা হচ্ছে।রুহানির প্যারিস সফরের সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার পর এটাই হবে দেশটির প্রথম বড় ধরনের বাণিজ্যিক চুক্তি।