news_img

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ জানুয়ারি ২০১৬: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংলিশ যুবাদের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের যুবকরা। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের যুব ক্রিকেটারদের ৯৭ রানে হারিয়েছে তারা।টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৪৬ রান করে। জবাবে ইংল্যান্ড নিজেদের ইনিংসের শুরুতেই শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। ১৫ রানে আরও এক উইকেট হারায়। মূলত এ সময়ই বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।পঞ্চম ও অষ্টম উইকেটে দুটি অর্ধ শতাধিক রানের জুটিতে ইংল্যান্ড কেবল হারের ব্যবধান কমানোর চেষ্টা করেছে। দলীয় সর্বোচ্চ ৪১ করেছেন আট নম্বরে ব্যাট করতে নামা ব্র্যাড টেলর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ করেছেন ক্যালাম টেলর। জেয়ার্ড ওয়ার্নার ৭১ বলে করেন ১৬ রান। শেষ পর্য়ন্ত ১.৫ ওভার বাকি থাকতেই ১৪৯ রানে অলআউট হয় তারা।বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসান রানা। ২ নেন উইকেট মোহাম্মদ সাইফুদ্দিন।

এর আগে বাংলাদেশের ইনিংস-এ ৯১ রানে ৫ উইকেট হারিয়ে বেশ বিপর্যস্ত ছিল মিরাজের দল। বড় সংগ্রহের স্বপ্নটা তখন ফিকে হয়ে যায় তাদের। এ সময় শফিউল হায়াতের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৬৪ রানের এক ইনিংস খেলে পরিস্থিতি সামাল দেন তিনি।তাছাড়া সাইফুদ্দিন ৪৬ ও জাকের আলী ৩৬ রান করে বিপদ সামাল দেন। শেষের দিকে সাঈদ সরকার ১৩ রান করেন। সব মিলিয়ে ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৪৬। জবাবে ইংল্যান্ড উইকেট হারায় প্রথম ওভারেই। আঘাত হানেন সাইফুদ্দিন। দ্বিতীয় ওভারে অধিনায়ক মিরাজ নেন দুই উইকেট। এর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড।উল্লেখ্য, আগামী বুধবার শুরু হচ্ছে যুব বিশ্বকাপ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।