Jhenidah mobile courte Photo 25-01-16

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২৫ জানুয়ারি ২০১৬: নোংরা পরিবেশে খাবার তৈরী, পরিবেশনসহ বিভিন্ন অপরাধে ঝিনাইদহ শহরের হামদহ এলাকার ৫ টি প্রতিষ্ঠানে ২৮ হাজার ৫ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গণি এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, সদর উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শহরের হামদহ এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল খাবার তৈরী হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে সামিয়া বেকারীসহ ৫টি প্রতিষ্ঠানে ২৮ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালতে ঝিনাইদহ সদর থানার এস আই সুজন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) উসমান গণি।