Jhenidah Digital mela opaning Photo 26-01-16

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২৬ জানুয়ারি ২০১৬: ঝিনাইদহে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভা মিলিত হয়।ঝিনাইদহ স্থানীয় সরকার এর উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামূল হক। অন্যান্যোদের বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, জেলা মৎস্য আক্তার উদ্দিন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আব্দুল মোত্তালিব সরকার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন এর সার্বিক তত্ববধানে অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গণি। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথি বৃন্দ। সরকারী সেবাদানকারী, টেকনোলজি, ই-সেবা, আউটসোসিং বিভিন্ন ক্যাটাগরির ৪০ টি স্টল এ মেলায় স্থান পেয়েছে। আগামী বৃহস্পতিবার এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।