1কাতারের ২০২২ বিশ্বকাপের আয়োজন স্বত্ব পাওয়ার জের ধরেই তো এলোমেলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সাজানো বাগান! ২০২২ বিশ্বকাপের ভোটাভুটি নিয়ে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ তো আছেই, ফিফার বিরুদ্ধে অন্যান্য বিষয়েও আর্থিক অনিয়মের অভিযোগ। দুর্নীতির অভিযোগ ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধেও। সংস্থার নৈতিকতা কমিটি এক আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এরই মধ্যে ৭৯ বছর বয়সী ব্ল্যাটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে। ব্ল্যাটার অবশ্য নিজেকে সব সময়ই নির্দোষ দাবি করে এসেছেন। বলেছেন, অন্যের অপরাধের দায়ভার তিনি কেন মাথায়​ নেবেন। কাতারের বিশ্বকাপ আয়োজক হওয়া নিয়েও তাঁর সাফ কথা, ‘টাকা দিয়ে বিশ্বকাপের আয়োজক হওয়া যায় না।’

তবে সুইস ফুটবল সংগঠক ব্ল্যাটার স্বীকার করেছেন, বিশ্বকাপের আয়োজক নির্ধারণে অনেক সময় রাজনৈতিক প্রভাবের কাছে সংস্থার অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। নীতি​ থেকে বেরিয়ে এসে নতি স্বীকার করতে হয়েছে সংস্থাকে। কাতারের ২০২২ বিশ্বকাপের আয়োজন স্বত্ব পাওয়াটা রাজনৈতিক প্রভাবের কাছে ফিফার সেই অসহায়ত্বেরই ফল!

গত বৃহস্পতিবার ফিফার আপিল কমিটির শুনানিতে হাজির হয়েছিলেন ব্ল্যাটার। তাঁর নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্ল্যাটারের আবেদনে কমিটি সাড়া দেবে কিনা, তা জানা যাবে এই সপ্তাহেই। তবে সংবাদমাধ্যমকে খোলাখুলিই জানিয়েছেন ২০২২ বিশ্বকাপের ভোটাভুটি নিয়ে পর্দার পেছনের কিছু ঘটনা। ২০১০ সালে ফ্রান্সের সেসময়ের প্রেসিডেন্ট নিকোলাই সারকোজি এই ভোটাভুটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক স্বার্থেই ২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারকে চেয়েছিল ফ্রান্স। সূত্র: এএফপি, মেটাফুটবল।