01111যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে রিপাবলিকান শিবির চরম নাটকীয়তায় মোড় নিয়েছে। ‘যে করেই হোক ডোনাল্ড ট্রাম্পকে থামাও’ এমন স্লোগান উঠেছে রিপাবলিকান শিবির থেকেই। তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পরাজিত শক্তিশালী প্রার্থী মিট রমনি। এর সঙ্গে যোগ দিয়েছেন দলের আরও শতাধিক বড় বড় নেতা। তারা যে কোন মূলে ডোনাল্ড ট্রাম্পকে থামানোর জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে ইউটাহ, নিউ ইয়র্কে। বিক্ষোভকারীরা বন্ধ করে দিয়েছে আরিজোনার রাস্তা। শনিবার ইউটাহতে সল্ট লেক সিটি ভবনে ট্রাম্প বক্তব্য রাখার পরই এর বাইরে বিরোধী পক্ষের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েক শত মানুষ ‘ডাম্প ট্রাম্প’ ও ‘মিস্টার হেট আউট অব আওয়ার স্টেট’ সেøাগান দিতে থাকে। তারা সল্ট লেক সিটি ভবনের প্রবেশ পথ বন্ধ করে দেয়। এক পর্যায়ে তারা ভিতরে প্রবেশের চেষ্টা করে। ট্রাম্প বিরোধী র‌্যালি হয়েছে নিউ ইয়র্কে। এতেও যোগ দেয় কয়েক শত মানুষ। তারা ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বিঘœ ঘটাতে বন্ধ করে দেয় আরিজোনাগামী বড় সড়ক। ওদিকে আগামী মঙ্গলবার ইউটাহতে দলীয় ককাস ও আরিজোনায় প্রাইমারি নির্বাচন। ইউটাহতে রয়েছে দলের ৪০টি ডেলিগেট। আরিজোনায় রয়েছে ৫৮টি ডেলিগেট। এর মধ্যে আরিজোনায় যিনি বিজয়ী হবেন তিনি পাবেন সেখানকার সব ডেলিগেট। তাই ট্রাম্প বিরোধী প্রচারণা এখন তুঙ্গে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও ওহাইয়োর গভর্নর জন কাসিচও মরিয়া হয়ে উঠেছেন এই রিয়েল এস্টেট ব্যবসায়ীর বিরুদ্ধে। তারা তৎপরতা চালাচ্ছেন নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে যে ১২৩৭টি ডেলিগেট পাওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে ট্রাম্প যেন তা অর্জন করতে না পারেন। তবে জরিপে দেখা যাচ্ছে ইউটাহ রাজ্যে মরমোন ভোটারদের ভিতরে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে টেড ক্রুজের। কিন্তু আরিজোনার প্রাইমারিতে ট্রাম্প বিজয়ী হওয়ার প্রত্যাশা করছেন। তিনি মেক্সিকো সীমান্তের সঙ্গে দেয়াল নির্মাণের যে আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার কথা বলেছেন, তার প্রতি সমর্থন রয়েছে এ রাজ্যের বেশির ভাগ রিপাবলিকানের। তবে সাম্প্রতিক সময়ে তার প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজের প্রতিও বেশ কিছু শক্তিশালী রিপাবলিকান নেতা সমর্থন দিয়েছেন। ইউটাহতে প্রথম জনতার সম্মুখে হাজির হয়ে ট্রাম্প মরমোনদের ভালবাসার কথা বলেছেন। কিনতু সমালোচনা করেছেন মিট রমনির। ওদিকে ওহাইওর গভর্নর জন কাসিচ বলেছেন, নির্বাচন একটি পার্লার গেম নয়। তিনি মনে করেন নভেম্বরে যে প্রেসিডেন্ট নির্বাচন হবে তাতে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারানোর জন্য তিনিই যোগ্য। উল্লেখ্য, গত মঙ্গলবার যে ৫টি রাজ্যে ডেমোক্রেটদের নির্বাচন হয় তার ৫টিতে চমৎকার জয় পেয়েছেন হিলারি। এর ফলে প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্সকে অনেকখানি পিছনে ফেলে তিনি মনোনয়ন পাওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন। রিপাবলিকান দলের ভিতর থেকে ট্রাম্প বিরোধী নিউ ইয়র্কের বিক্ষোভ থেকে পুলিশ বেশ কিছু মানুষকে আটক করেছে। তবে সেখানে কোন সহিংসতা হয় নি। ম্যানহাটানে কলম্বাস সার্কেলে সমবেত হয়েছিলেন এসব বিক্ষোভকারী। এ সময় তারা ‘ডোনাল্ড ট্রাম্প, গো এওয়ে, রেসিস্ট, সেক্সিস্ট, এন্টি-গে’ সেøাগান দিতে থাকে। এ সময় সেখানে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। তাদের সামনে বিক্ষোভকারীরা ব্যানার প্রদর্শন করে। তাতে লেখা ‘ট্রাম্পকে বিদায় জানাও’, ‘ট্রাম্পের চারদিকে দেয়াল নির্মাণ করো’।