01প্রযোজক অভিনেতা মারুফ খান প্রেমের করা মানহানির মামলায় মডেল-অভিনেত্রী মৌনিতা খান ঈশানাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।

তলবের আদেশেও আদালতে উপস্থিত না হওয়ায় মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ পরোয়ানা জারি করেন বলে ওই আদালতের পেশকার মো. আজমল  জানিয়েছেন।

পেশকার দৈনিক বার্তাকে বলেন, গত ৩ ফেব্রুয়ারি প্রযোজক অভিনেতা মারুফ খান প্রেম মানহানির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলাটি করেন।

“ওই দিন আদালত ঈশানাকে মঙ্গলবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সমন পেয়েও আদালতে হাজির না হওয়ায় ম্যাজিস্ট্রেট ঈশানার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।”

ঈশানাকে গ্রেপ্তার করা গেল কি না, এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ জুন তাকে দিন ধার্য করেছেন বিচারক।

মামলার আরজিতে  বলা হয়, গত ৭ জানুয়ারি উত্তরার নীলাঞ্জনা শুটিং স্পটে মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকের শুটিংয়ের সময় ঈশানা বাদীর অনুপস্থিতে তাকে নিয়ে কটূক্তি করেন। সেই সঙ্গে নিজের ফেইসবুক পাতায়ও বাদীকে নিয়ে স্ট্যাটাস দেন।

এতে মানহানি হয়েছে অভিযোগ করে মারুফ আদালতের শরণ হন।