কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে স্ত্রী সন্তানদের সাক্ষাৎ

মানবতা বিরোধী অপরাধে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে তার স্ত্রী ও পরিবারের লোকজন সাক্ষাৎ করেছেন। শনিবার দুপুর ১২টার দিকে তারা ওই নেতার সাথে দেখা করেন।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, শনিবার দুপুর ১২টার দিকে বারিস্টার মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়শা খাতুন, পুত্র মীর আহমদ বিন কাসেম, মেয়ে তাহেরা তাসনিম, পুত্রবধু ফারহানা ফখরুবা তাহমিনা আক্তার ও সৈয়দা তাহমিদা আক্তার তার সাথে দেখা করতে কারাগারে আসেন। প্রায় পৌণে ১ঘন্টার মতো তারা কারাগারে একটি কক্ষে তার সাথে কথা বলেন। প্রতিমাসে একবার পরিবারের লোকজন আসলেও এবার সর্বশেষ মার্চের প্রথম সপ্তাহে আদালত কর্তৃক ফাঁসির রায় বহালের আদেশের পর শনিবার দুপুরে দ্বিতীয় বারের মতো পরিবারের ওই সদস্যরা মীর কাসেম আলীর সাথে দেখা করলেন। তবে তার ওই রায়ের চূড়ান্ত কপি এখনো কারাগারে আসেনি বলেন ওই কর্মকর্তা। এর আগে ১২মার্চ তারা মীর কাসেমের সাথে দেখা করেন।

মীর কাসেম আলী এ কারাগারের ফাঁসির (৪০) সেলে বন্দি রয়েছেন। এর আগে গ্রেফতারের পর ২০১২সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন। ১৪ সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। পরে দন্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসির কনডেম সেলে পাঠানো হয়।