বখাটের ছুরিকাঘাতে স্কুল ছাত্রীর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

সাত দিনেও গ্রেফতার করা যায়নি রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারীকে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে আজও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১২টায় কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় তারা ব্যানার ও প্লাকার্ড নিয়ে রিশার হত্যাকারীকে দ্রুত গ্রেফতার দাবিতে স্লোগান দেয়। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রিশার পরিবার ও স্বজনরাও মানববন্ধনে যোগ দিয়ে হত্যার বিচার দাবি করেন। গত বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটের ছুরিকাঘাতে আহত হয় রিশা। এর চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

‘রিশা হত্যাকাণ্ডে দায়ী আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ব্যর্থতা’

এদিকে, রিশা হত্যাকাণ্ডের জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।এ সময় তিনি আরো বলেন, ফরেনসিক বিভাগ ও পুলিশ বাহিনীর সমন্বয়হীনতার কারণে নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রিতা সৃষ্টি হচ্ছে।