%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7

রাশিয়া পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে খাদ্য নিষেধাজ্ঞার মেয়াদ আরো ৫ বছর বৃদ্ধি করতে পারে।রোববার দেশটির কৃষিমন্ত্রী আলেক্সান্ডার কাশেভ একথা বলেছেন।কাশেভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোশিয়া ২৪ কে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমরা খাদ্যের ওপর এই নিষেধাজ্ঞার মেয়াদ আরো ৫ বছর বাড়াতে পারি। তবে নিষেধাজ্ঞাটি তুলে নেয়া হলেও গুরুতর কোন কিছু হবে না।২০১৭ সালের শেষ নাগাদ এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা রয়েছে।খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।কাশেভ বলেন, ২০১৭ সালের শেষ দিকে এই নিষেধাজ্ঞাটি তুলে নেয়া হলে রাশিয়ার কৃষি বাজারে এর কোন বিরূপ প্রভাব পড়বে না। কারণ রাষ্ট্রের কাছ থেকে দেশীয় কৃষিপণ্যগুলো বড় ধরনের সহায়তা পাওয়ার ফলে পশ্চিমা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম।

২০১৪ সালের ৬ আগস্ট ইউক্রেনে সংশ্লিষ্টতার কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোসহ অন্যান্য রাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।