trakচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেপরোয়া ট্রাকের চাপায় ৩ জন নিহত ও গুরুতর আহত হয়েছে আরো ৪ জন। নিহতরা হলো নাচোল উপজেলার ১ নং কসবা ইউনিয়নের আনুকাদিঘী গ্রামের মৃত তোফজুল হকের ছেলে গাজলু(৫০) ,বেলপুকুর গ্রামের এন্তাজ আলীর ছেলে আঃ অহাব(৪৫),জোড়পুকুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে তাবারক আলী (৪৫)। এছাড়াও আরো ৪ জন আহতরা হলো উপজেলার রাজকুমার ,আলাউদ্দিন ও বজলু ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল ১০.৪৫মিনিটে রহনপুর থেকে নাচোল গামী ঢাকা মেট্রো -১১৯৭৬১ নং একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খড়িবনা পাইকড়া (বেলপুকুর ) রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে চায়ের দোকানে বসে থাকা ৬/৮ জন লোক গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এ ভর্তি করে। পরে স¦াস্থ্যকমপ্লেক্্র এ দায়িত্বরত চিকিৎসক গাজলু ও অহাব কে মৃত ঘোষনা করে। এদের মধ্যে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্্র এ গুরুতর অবস্থায় ভর্তি হওয়া তোবারক আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তোবারক কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়। পরে সেখানে তোবারক আলী মারা যায় । এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ,৩ জন নিহতদের ঘটনায় ঘাতক ট্রাক চালক কে আটক করা হয়েছে এবং মামলা দ্বায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।

মোঃ নাসিম আলী, নাচোল প্রতিনিধি