dokholরাজশাহীর তানোরে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারী খাল দখলের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রায় ২শতাধীক ব্যাক্তি স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও এলাকাবাসঅ সুত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার ১নং ওয়ার্ড হরিদেবপুর সমাসপুর গ্রামের উত্তর পার্শে দিয়ে একটি সরকারী খাড়ি বিল কুমারী বিলে গিয়ে শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার উক্ত খাড়িতে মাছ ধরে এলাকার জনসাধারন জীবিকা নির্বাহ করে আসছেন। এঅবস্থায় হঠাৎ গত প্রায় কয়েকদিন আগে তানোর পৌর আ’লীগ সভাপতি ইমরুল হক প্রায় ৪কিলোমিটার খাড়িতে মাছ চাষের অজুহাতে বেরিকেট দিয়ে সাইন বোর্ড লাঘিয়ে জবর দখল করে রাখায় এলাকার অসহায় দরিদ্ররা ওই খাড়িতে মাছ ধরতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন। এব্যাপারে তানোর পৌর আ’লীগ সভাপতি ইমরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খাড়িটি লীজ নিয়ে মাছ চাষের প্রক্রিয়া করা হচ্ছিল, কিন্তু এলাকার কয়েকজন বকাটে তা বাধা দেয়ার চেষ্টায় ব্যার্থ হয়ে মিথ্যে অভিযোগ দায়ের করেছে।

এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বরত মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিষয়টি আমার জানা নাই, অভিযোগ দিয়ে থাকলে পেয়ে যাব আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপর দিকে রক্ষনাবেক্ষনের অধিনস্থ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তানোর জোনের সহকারী প্রকৌশলী শলিফুল ইসলাম বলেন, তানোর উপজেলার সরকারী খাড়ি থেকে কৃষকরা জমিতে সেচ প্রদান করতে পারবেন এবং কাউকেই লীগ দেয়ার বিধান নেই এগুলো উন্মুক্ত সকলেই মাছ ধরতে পারবে। কেউ তা দখল করতে পারবেনা, এধরনের অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সাইদ সাজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি