%e0%a7%ab%e0%a7%ac-%e0%a6%98%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%b2%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%bf%e0%a6%ae

৫৬ ঘন্টার দীর্ঘ লড়াইয়ে দুই জঙ্গিকে হত্যা করে কাশ্মিরের সরকারি ভবন পাম্পোর দখলমুক্ত করেছে ভারতীয় সেনারা। বিএসএফ জানিয়েছে, সরকারি ভবনে অবস্থান নেয়া লস্কর-ই-তৈবার কয়েকজন জঙ্গিকে বিতাড়িত করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় এ তথ্য জানিয়েছে। বুধবার দুপুরে ড্রোন, হেলিকপ্টার ব্যবহার করে চূড়ান্ত অভিযানে নেমে বিকেল নাগাদ জঙ্গিদের নির্মূল করতে সক্ষম হয় সেনা বাহিনী।

সোমাবার সকাল থেকে জঙ্গিদের সাথে সেনাবাহিনীর গুলির লড়াই চলে আসছিলো কাশ্মীরের এই হোস্টেলটিতে। সোমবার ভূস্বর্গের পাম্পোরের বাণিজ্যিক উন্নয়ণ শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালায় বন্দুকধারীরা। প্রতিষ্ঠানটির ভেতরে ঢুকে পড়ে ৩ অস্ত্রধারী। প্রথমে বহুতল ভবনটিতে আগুন ধরিয়ে দেয় তারা। এই ঘটনায় এক সেনা সদস্য গুরুতর আহত হয়।

নিরাপত্তাবাহিনীর গুলিতে কাশ্মিরি তরুণ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে অশান্ত কাশ্মির। সেখানে প্রায় চার মাস ধরে কারফিউ চলছে। এই সময়ে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ও ছররা বুলেটে ৯০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ।