%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে মন্তব্যের জন্য দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয় দফা পিছিয়েছে। আগামী ১ ডিসেম্বর খালেদা জিয়াকে আদালতে হাজির হতে বলা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, রাষ্ট্রদ্রোহ মামলা ছাড়াও হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগে দারুস সালাম থানায় করা আরও পাঁচটি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল আজ। প্রতিটি মামলায় খালেদা জিয়া আসামি। তাঁর পক্ষে মঙ্গলবার আদালতে সময় চান তাঁর আইনজীবীরা। আদালত আগামী ১ ডিসেম্বর খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন মিজবাহ বলেন, খালেদা জিয়া অসুস্থ থাকায় তাঁর পক্ষে আদালতের কাছে সময় চেয়েছি। ১ ডিসেম্বর তাঁকে হাজির হতে বলেছেন আদালত।গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে এই মন্তব্যের কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ রাষ্ট্রদ্রোহের মামলা করেন। ওই মামলা আমলে নিয়ে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ওই সময় তাঁকে ৩ মার্চ আদালতে হাজির হতে বলা হয়। ঢাকার মহানগর হাকিম মো. রাশেদ তালুকদার ওই আদেশ দিয়েছিলেন।আসামিপক্ষের সময়ের আবেদনে সাড়া দিয়ে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার ১ ডিসেম্বর নতুন তারিখ রেখে ওইদিন খালেদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ মেহেদী বলেন, আজ অভিযোগ গঠনের জন্য দিন ছিল। আসামির উপস্থিতি ছাড়া তা সম্ভব নয়।আসামিপক্ষ সময় চাইলে আদালত আগামী ১ ডিসেম্বর দ্বিতীয় বারের মত সময় বেঁধে দিয়েছেন।খালেদার বিরুদ্ধে দারুস সালাম থানার নাশকতার পাঁচ মামলার পরবর্তী তারিখও ওইদিন রাখা হয়েছে বলে জানান তিনি।

গত ২১ ডিসেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় খালেদা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই কিতাবে নানা রকম তথ্য আছে।ওই বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাবের পরিচয় রয়েছে অভিযোগ করে গত ২৫ জানুয়ারি ঢাকার হাকিম আদালতে এ মামলা করেন মমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

মহানগর হাকিম রাশেদ তালুকদার ওইদিনই মামলা আমলে নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেন। বিএনপি চেয়ারপারসন খালেদাকে ৩ মার্চ আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।হাকিম আদালতে এ মামলায় জামিন পাওয়া খালেদা গত ১০ অগাস্ট জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন।পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে বিচারক কামরুল হোসেন মোল্লা সেদিন অভিযোগ গঠনের শুনানির জন্য ১০ অক্টোবর দিন ঠিক করে দিয়েছিলেন।কিন্তু ‘শুনানির জন্য জন্য প্রস্তুতি না থাকার কারণে দেখিয়ে আসামিপক্ষ সময়ের অবেদন করলে বিচারক ৮ নভেম্বর নতুন তারিখ দিয়েছিলেন।