ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তিনদিন পর এর পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে হেলিকপ্টারের অপর চার ক্রু এখনও নিখোঁজ রয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, মালয়েশিয়ার সীমান্তবর্তী ইন্দোনেশিয়ার উত্তর কালিমান্তান প্রদেশের পার্বত্য এলাকার একটি প্রত্যন্ত সামরিক ঘাঁটিতে রসদ সরবরাহের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এর তিনদিন পর রোববার বেল-৪১২ হেলিকপ্টারের ধ্বংসাবশেষসহ আহত পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে।সেনাবাহিনীর মুখপাত্র সাবরার ফাহিলা বলেন, দুর্ঘটনাস্থলে দুর্গম হওয়ায় সেখানে যাওয়া যাচ্ছিল না। তাই একটি দড়ি দিয়ে চালককে সেখান থেকে তুলে আনা হয়েছে। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে দুর্ঘটনার সময় হেলিকপ্টারে থাকা অপর চার ক্রুর সন্ধান এখনও পাওয়া যায়নি। তাদের উদ্ধারে তল্লাশি চলছে। এর আগে গত মার্চে ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলের সুলেউইসি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়।

AFP PHOTO