%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9c

কিউবার প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর প্রতি সম্মান জানাতে এক সমাবেশে দেশের লাখ লাখ লোক মঙ্গলবার হাভানার রিভ্যুলিশন স্কয়ারে জড়ো হয়েছে।সমাবেশে অংশ নেয়া জনতা বিপ্লব দীর্ঘজীবী হোক’ এবং ‘ফিদেল! ফিদেল!’ বলে শ্লোগান দেন। এদিকে কাস্ত্রোর বামপন্থী ল্যাটিন আমেরিকার মিত্র দেশ এবং এ অঞ্চল ও আফ্রিকার অন্যান্য নেতা তার এ স্মরণ সভায় যোগ দেন।

জাতীয় গ্রন্থাগারের সামনে রাইফেল কাঁধে গেরিলা পোশাক পরা কাস্ত্রোর বিশাল আকারের একটি ছবি টাঙানো হয়েছে। স্মরণ সভায় তার ভাই ও উত্তরসূরি রাউল কাস্ত্রোও যোগ দেন।কিউবার এ মহানায়ক শুক্রবার ৯০ বছর বয়সে মারা যান। তিনি ১৯৫৯ সাল থেকে ২০০৬ সালে তার ভাই রাউল কাস্ত্রোর কাছে অসুস্থতার কারণে ক্ষমতা হস্তান্তর করার আগ পর্যন্ত কিউবা শাসন করেন। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।এ সমাবেশ ছিল কাস্ত্রোর প্রতি সম্মান জানানোর সপ্তাহব্যাপী স্মরণ কর্মসূচির অংশ।