img_20161206_153330

জেলার হাতীবান্ধা উপজেলায় ২য় ধাপের ৪৪টি স্কুল ও ১৭৬ জন শিক্ষক-শিক্ষিকাকে জাতীয়করণ করায়, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের করা হয়। মঙ্গলবার দুপুর ২টায় হাতীবান্ধা আলিমুদ্দীন ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি র‍্যালী বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে র‍্যালীটি মিলিত হয়। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ২য় ধাপে জাতীয়করণকৃত সকল শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, আলিমুদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা আ’লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, শিক্ষা অফিসার হাসান আতিকুর রহমানসহ অনেকেই।

উল্লেখ্য ৪ ডিসেম্বর সরকার ২য় ধাপে ১৭১৯ টি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণকে জাতীয়করণ করেন। জাতীয়করণে লালমনিরহাট জেলার ৯৩টি স্কুলের মধ্যে হাতীবান্ধা উপজেলায় ৪৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৭৬ জন শিক্ষক শিক্ষিকা অন্তর্ভুক্ত হয়।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি