কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ঘোষিত দলে ডাক পেলেন বাঁ-হাতি ওপেনার ইমরুল কায়েস। পেসার কামরুল ইসলাম রাব্বির পরিবর্তে দলে সুযোগ পেলেন ইমরুল। ইতোমধ্যে শ্রীলংকায় দলের সাথে যোগ দিয়েছেন ইমরুল।নিউজিল্যান্ড সফরে উরুর পেশির চোটে পড়েন ইমরুল। এরপর ভারত সফরেও খেলতে পারেননি তিনি। অবশেষে চোট কাটিয়ে ঘরোয়া আসরে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই বাঁহাতি। তিন ম্যাচের চার ইনিংসে ৩১, ৭, ১৩৬ ও ৫৭ রান করেন ইমরুল। তাই কলম্বোতে বাংলাদেশের শততম টেস্টের স্কোয়াডে বিবেচিত হলেন তিনি।

ইমরুল সুযোগ পাওয়ায় স্কোয়াড থেকে বাদ পড়লেন রাব্বি। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেছিলেন তিনি। প্রথম ইনিংসে ১৯ ওভারে ১০০ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন ৫ টেস্ট খেলা রাব্বি। দ্বিতীয় ইনিংসে রাব্বিকে আক্রমণেই আনেননি বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।গল-এ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার কাছে ২৫৯ রানে হারে বাংলাদেশ। তাই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলংকা। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে আগামী ১৫ মার্চ সফরের শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে শততম ম্যাচ। ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে বড় ফরম্যাটে যাত্রা শুরু করে টাইগাররা।