সিরিয়ায় ইসলামিক স্টেট গ্র“পের (আইএস) জিহাদিদের বিরুদ্ধে রাশিয়া একের পর এক বিমান হামলা চালানোয় জঙ্গিরা তাদের শক্তিশালী ঘাঁটি রাকা ছেড়ে পালাচ্ছে। এদিকে মার্কিন সমর্থনপুষ্ট বাহিনীও এ নগরীর কাছে পৌঁছে গেছে। বৃহস্পতিবার মস্কো একথা জানায়। খবর এএফপি’র।মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার বিমানবাহিনী রাকায় আইএসের অবস্থান লক্ষ্যকরে ধারাবাহিকভাবে হামলা চালাতে থাকায় জঙ্গিরা তাদের এ শক্তিশালী ঘাঁটি ছেড়ে পালাচ্ছে। রাশিয়া ২৯ মে থেকে ৩০ মে পর্যন্ত সেখানে এ হামলা চালায়। উল্লেখ্য্য, রাকা হচ্ছে আইএসের কার্যত: রাজধানী।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, দ্বিতীয় দফার বিমান হামলায় অনেক গাড়ি ও পিক-আপ ট্রাক ধ্বংস হয় এবং আইএসের অনেক যোদ্ধা নিহত হয়।মন্ত্রণালয় জানায়, সিরিয়ায় রুশ কমান্ডাররা হুঁশিয়ার করে বলেছেন পালমিরার দিকে যাওয়া উন্মুক্ত করিডোর হয়ে আইএস যোদ্ধাদের রাকা ত্যাগের যেকোন ধরনের প্রচেষ্টা কঠোরভাবে বাধা দেয়া হবে।এদিকে মার্কিন সমর্থনপুষ্ট কুর্দি-আরব যোদ্ধাদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স উত্তর, পশ্চিম ও পূর্ব দিক থেকে রাকার একেবারে কাছে পৌঁছে গেলেও তাদের সাথে এখন পর্যন্ত কোন যুদ্ধ বাঁধেনি।