মিশরের এল গোনা ফিল্ম ফেস্টিভালের কম্পিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীর চলচ্চিত্র ‘ডুব’। বুসান ও ভ্যান্কুভার ফিল্ম ফেস্টিভালের জন্যও নির্বাচিত হয়েছে ছবিটি।মিশরের গুরুত্বপূর্ণ এই উৎসবে ‘ডুব’ লড়বে খ্যাতনামা কয়েকজন নির্মাতার চলচ্চিত্রের সঙ্গে। এর মধ্যে আছে বার্লিন ফেস্টিভালে সেরা পরিচালকের পুরস্কার জেতা আকি কারুসমাকির ছবি ‘আদার সাইড অব হোপ’, ভেনিসে সেরা অভিনেতার পুরস্কার জেতা ছবি ‘ইনসাল্ট’, লোকার্নো জয়ী ‘স্ক্যারি মাদার’, ট্রাইবেকা জয়ী ‘সন অব সোফিয়া’র সাড়াজাগানো সব চলচ্চিত্র। এছাড়াও সদ্য সমাপ্ত ভেনিস চলচ্চিত্র উৎসবের আরও কিছু ছবি থাকবে প্রতিযোগিতা বিভাগে।ছবির নির্মাতা জানিয়েছেন, সামনে আরও কিছু উৎসবে যাচ্ছে ছবিটি।

আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পাচ্ছে ‘ডুব’। চলচ্চিত্রটির মাধ্যমে বাংলাদেশের বড়পর্দায় অভিষেক ঘটছে বিখ্যাত ভারতীয় অভিনেতা ইরফান খানের। তার সঙ্গে অভিষেকের কৃতিত্ব ভাগ করে নিচ্ছেন কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্রও।চলচ্চিত্রটি প্রয়োজনা করছে বাংলাদেশি প্রয়োজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, ভারতের এসকে মুভিজ। সহ প্রযোজক হিসেবে আছেন চলচ্চিত্রটির অভিনেতা ইরফান খান।নির্মাণের পর মুক্তির আগেই চলচ্চিত্রটি প্রশংসা কুড়িয়েছে আন্তর্জাতিক মহলে। চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছে চলচ্চিত্র বিষয়ক আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটি, হলিউড রিপোর্টার ও স্ক্রিন ডেইলি। ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ডুব’ অর্জন করে ‘কমেরসান্ত জুরি প্রাইজ’। শুধু তাই নয়, সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডের জন্য এটি মনোনীত হয়। ইতিমধ্যে চলচ্চিত্রটি আমন্ত্রিত হয়েছে ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডেও।চলচ্চিত্রটিতে ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন, তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ।